প্রশ্ন: বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
উ: ৫,১৩৮ কি. মি.।
প্রশ্ন: বাংলাদেশের মোট স্থলসীমা কত?
উ: ৪,৪২৭ কি. মি.।
প্রশ্ন: বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
উ: ৭১১ কি. মি.।
প্রশ্ন: কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
উ: ১৫৫ কি. মি. (পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত)।
প্রশ্ন: বাংলাদেশ-ভারতের অমীমাংসিত সীমান্ত কত কি. মি.?
উ: ৬.৫ কি. মি.।
প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের সীমান্তের দৈর্ঘ্য কত?
উ: ৪,১৪৪ কি. মি.।
প্রশ্ন: বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য কত?
উ: ২৮৩ কি. মি. বা ১৭৬ মাইল।
প্রশ্ন: বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত?
উ: পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত?
উ: ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিলোমিটার।
প্রশ্ন: বাংলাদেশের পূর্বের সীমানা কী?
উ: আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মায়ানমার।
প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণে সীমানা কী?
উ: বঙ্গোপসাগর।
প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন সীমান্তবর্তী প্রদেশ রয়েছে?
উ: বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন সীমান্তবর্তী প্রদেশ নেই।
প্রশ্ন: ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উ: ৮৭৪ কি. মি. বা ৫৪৩ মাইল।
প্রশ্ন: মিজোরামের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উ: ৩০৩ কি. মি. বা ১৮৮ মাইল।
প্রশ্ন: ১ নটিক্যাল মাইলে কত কি. মি.?
উ: ১.৮৫৩ কিলোমিটার।
প্রশ্ন: বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
উ: শেখ মুজিব-ইন্দিরা গান্ধী।
প্রশ্ন: বেডুবাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উ: পঞ্চগড় জেলায়।
প্রশ্ন: ভারত কবে বাংলাদেশের জন্য তিনবিঘা করিডোর খুলে দেয়?
উ: ২৬ জুন, ১৯৯২ সালে।
প্রশ্ন: তিনবিঘা করিডোরের আয়তন বা মাপ কত?
উ: ১৭৮ মিটার × ৮৫ মিটার।
প্রশ্ন: তিনবিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
উ: তিস্তা নদীর।
প্রশ্ন: বাংলাদেশের পূর্বে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত?
উ: আসাম, ত্রিপুরা ও মিজোরাম।
প্রশ্ন: বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত?
উ: ১২ নটিক্যাল মাইল।
প্রশ্ন: বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব কত?
উ: ১৬.৫ কিলোমিটার বা ১১ মাইল।
প্রশ্ন: বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
উ: পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উ: ২,২৬২ কি. মি. বা ১,৪০৫ মাইল।
প্রশ্ন: মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উ: ৪৪১ কি. মি. বা ২৭৪ মাইল।
প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে?
উ: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?
উ: ৫টি (পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম)।
প্রশ্ন: আসামের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উ: ২৬৪ কি. মি. বা ১৬৪ মাইল।
প্রশ্ন: বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উ: ১৬ মে, ১৯৭৪ সালে।
প্রশ্ন: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়?
উ: মণিপুর।
প্রশ্ন: সীমান্ত চুক্তিতে কী উল্লেখ ছিল?
উ: বাংলাদেশ ভারতকে বেডুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিনবিঘা করিডোর।